শুধু ছিদ্র আকাশ জ্বালা

শুধু ছিদ্র আকাশ জ্বালা

হাসেন পাতির দুষ্ট হাঁস-
খলখলায়া বৃষ্টি বারুদ ঝরে
আকাশ আজ সীমানাহীন
মেঘের গুরুম গুরুম শব্দ
আয়োজে ক্ষীণ সাজ-

তবুও আকাশ বুকে রবি শশীর
খেলা- খেলা শেষে –
আলো আঁধার বেলা- অথচ
কাঁদা তরঙ্গের মাটির ভাসে ভেলা-
অতঃপর শুধু ছিদ্র আকাশ জ্বালা!
আর হাসে না হাসেন পাতির হাঁস।

১০ মাঘ ১৪২৫, ২৩ জানু’১৯
——————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “শুধু ছিদ্র আকাশ জ্বালা

মন্তব্য প্রধান বন্ধ আছে।