শ্মশানপুরে ঘর

শ্মশানপুরে ঘর

সেদিনের উড়ুয়া বাউলা ঝড়
কি ছিল অনুরাগে গড় গড়
উচ্ছলিয়া গেলো ভাঙ্গিয়া দিলো-
মাটির একখানা মনুয়া ঘর !
কি ছিল অনুরাগে গড় গড়।

ঘরেও আঙ্গীনায় -আজও
পুবালী বাতাস বয়- তারার
নীলে ভাব বুনানো কথা কয়
একতারা কত না বাজনা বাজে-
মেঘের গর্জন কি আর সহ;

আকাশ তারা ঐখানে রয়
ঝিকিমিকি করে- অনুরাগী
আউলা বাতাস- সেদিনের ঝড়
হাওয়া বুঝতে পাও- রই শুধু
মুঠোপথে শ্মশানপুরে ঘর।

২৩ মাঘ ১৪২৫,০৫ ফেব্রু’১৯
——————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “শ্মশানপুরে ঘর

  1. সরল আন্তরিকতায় আকুতি ভরা লিখাটি ভালোই হয়েছে মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  2. সুন্দর হয়েছে কবিবাবু। আমার খুবই ভাল লাগে যখন কেউ নিয়মিত লেখেন। :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।