শুনব গল্প
ওরা এখনও সিংহভাগ,
যে কোন ইচ্ছে ডানায় আকাশ ভাঙ্গবে-
প্রত্ত্বত নদীর জলতরঙ্গের উর্মীমালাও;
তবুও রক্ষা হবে না-
মৃত্যুর এক ঝাক ধ্বংসের দ্বার উজ্জ্বল পর্বতশিখা।
কেন ওরা ভণ্ডের লোভনাশি-
বিনম্র স্বাধীনতা কেও হার মেনেছে;
ওরা নিজেকে ভাবে সৃষ্টির প্রত্যাবর্তক!
আর বিদ্বেষী চিড়ল পাতার সংগোপনকার;
দেখো! এবার, আকাশ থেকে স্বদৃশ্য উক্লো ঝরবে-
কল্লোলে উচ্চারিত হবে-
শুধু স্বর্ণমালার একটি গল্প বলা!
বলো শুনবে সেই গল্প?
১৩ ফাল্গুন ১৪২৫,২৫ ফেব্রু’১৯
———————————-
'রক্ষা হবে না-
মৃত্যুর এক ঝাক ধ্বংসের দ্বার উজ্জ্বল পর্বতশিখা।'
আশেপাশে শুধু অশনিসংকেত। জাতীয় জীবন যাপিত জীবনে কেবলই ঝুঁকি।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন
ভাল লিখেছেন কবিবাবু।
জ্বি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন
শুনতে না চাইলেও তো শুনতে হবে এমন গল্প কবি লিটন ভাই।
জ্বি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন