অলক্ষ্মীর বাতাস
ঘর তো নয় মাটির ছাউনি
দেওয়াল তো নয় অগ্নি!
রাজলক্ষ্মী সেতো অলক্ষ্মী
মেঘের দৌওড়ানি-তবুও
পূর্ণিমা দেখি- অমাবস্যা
একমুঠো দৃষ্টি আচড়ে ভাবি।
সেতো রাঙা গায়ে জীবন্তলাশ
ঘাসফড়িং’র পাশ- সকাল
দুপুর পায় না, দুলন্ত ঘাস!
চোখে মুখে ধূলির বাতাস-
ঘর বাহিরে অলক্ষ্মী সর্বনাশ
সংসার জমিন হোক না লক্ষ্মী।
২২ ফাল্গুন ১৪২৫,০৬ মার্চ’১৯
————————————-
কবিতার শাব্দিক গঠন এবং অসাধারণ উপমার ব্যবহারে মুগ্ধ হলাম।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-
অভিনন্দন প্রিয় কবি লিটন ভাই।
জ্বি সৌমিত্র দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-
অসাধারণ লাগল লিটন ভাই।
জ্বি মমি দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-
ঘর বাহিরে অলক্ষ্মী সর্বনাশ
সংসার জমিন হোক না লক্ষ্মী।
হলে মন্দ কী প্রিয় কবিবাবু !!!!!!!!!!
জ্বি রিয়া দিদি
অলক্ষ্মী শুধু মেয়ে কেই বুঝানো হয় না-ছেলে দের কেও বলা যায়
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-
সুন্দর।
জ্বি তুবা আপু
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন—-