দোসর মেঘ

দোসর মেঘ

কবিতার উঠান জুড়ে কেমন জানি এলোমেলো
হারিয়ে যাচ্ছে চিনা জানা চির সবুজ মাঠগুলো;
খাড়াই চন্দের দেশ- খাড়াই থৈ থৈ জলবায়ু ঝড়
মাঝখানে শুধু সমুদ্র মুখি হায় হুতাশ আফসোস!

কখনো সোজা লাইন বেঁকে যাওয়া একান্ত মধ্যদুপুর
কখনো ধোঁয়াশার বেদনাবিধুর খই ভাজা শব্দ নুপুর
অথচ কবিতার রসভুমি গন্তব্যহীন- তবু হেঁটেই চলছে
পূর্ণিমার নিশি কিংবা ঘনাধার মুখে সোনাচর ভাবনা

অতএব কবিতার সোনালি দিনগুলো বড়ই দোসর মেঘ।

২৬ চৈত্র ১৪২৫, ‍০৯ এপ্রিল ১৯
———————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

18 thoughts on “দোসর মেঘ

  1. দোসর মেঘ কবিতাটা হঠাৎ আমার নিউজ ফিডে আবিষ্কার করলাম।দেখি আমাদেরই কাঙ্ক্ষিত কবি লিটন দাদার আপডেট এটা।

    কবিতাটা পড়তে পড়তে নীচের লাইনে দৃষ্টি ছুঁয়ে গেল।

    —– অতএব কবিতার সোনালি দিনগুলো বড়ই 

    দোসর মেঘ। অনবদ্য প্রকাশ কবি।শুভেচ্ছা ….https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. সুন্দর মন্তব্য করলেন কবি আপু

      ভাল থাকবেন——

    1. জ্বি কবি সুজন দা

      মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——-

  2. ধোঁয়াশার বেদনাবিধুর খই ভাজা শব্দ নুপুরে কবিতার রসভুমি গন্তব্যহীন। চমৎকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি মুরুব্বী দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

    1. জ্বি সৌমিত্র দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

  3. তবু হেঁটেই চলছে
    পূর্ণিমার নিশি কিংবা ঘনাধার মুখে সোনাচর ভাবনা

    অতএব কবিতার সোনালি দিনগুলো বড়ই দোসর মেঘ।

    সুন্দর চিত্রায়ণ প্রিয় কবি আলমগীর ভাই। 

    1. জ্বি সুমন দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

    1. জ্বি তুবা আপু

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

    1. জ্বি রিয়া দিদি

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

    1. জ্বি কবির দা

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

    1. জ্বি আফরিন আপু 

      সুন্দর মন্তব্য করার জন্য

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।