রাজনৈতিক রঙ্গশালা
জীবনটা এখন রাজনৈতিক রঙ্গশালা
মৃত্যু কে নিয়ে তাও- ছাড়ে না-
অকর্ম খাতায় জুড়ি –ভাসছে শুধু
নদী নদীর কুল জুড়ে ভুড়ি ভুড়ি।
হুশ হলে ভাবে এই আমি এক নেতা
উমুক তুমুক দল করে হয়েছি দেওয়া না-
তবুও বুঝলো না মুত্যুর জ্বালা যন্ত্রনা;
সেতো নির্বোধের আস্থানা শুধু
রাজনৈতিতে ষোলানা-
কি করে বুঝে সে, মরে যাবে- মরার আগে-
কি যে পায় যন্ত্রনা- তবুও কিছুই বলতে
চাওয়া আর পারে না- এটাই জানি
নৈমিত্তিকের রাজনৈতিক রঙ্গশালা।
৩০ চৈত্র ১৪২৫, ১৩ এপ্রিল ১৯
———————————
রাজনৈতিতে ষোলানায় … নৈমিত্তিকের রাজনৈতিক রঙ্গশালা।
ভাষা কঠিন হলেও আপনার চিন্তা ভাবনা সরল শুধু এটাই জানি মি. সরকার।
জ্বি প্রিয় মুরুব্বী দা
এই সরলতাই থাকতে চাই
ভাল থাকুন অনেক——
ভালো লিখেছেন তবে আপনার কাছে প্রত্যাশা অনেক কবি আলমগীর ভাই।
জ্বি প্রিয় সুমন দা অবশ্যই
ভাল থাকুন অনেক——–
রাজনৈতিক রঙ্গশালা। অভিনন্দন কবিবাবু।
জ্বি প্রিয় কবি রিয়া দিদি
অশেষ ধন্যবাদ
ভাল থাকুন অনেক—–
চেষ্টা চলুক নিরন্তর কবি লিটন ভাই।
জ্বি প্রিয় সৌমিত্র দা অবশ্যই চেষ্টা চলছে
অনেক ভাল থাকুন———
কবিতার মান আরও ভালো চাই কবি ভাই। ধন্যবাদ।
জ্বি প্রিয় কবি তুবা আপু চেষ্টা করছি
অনেক ভাল থাকুন—–
কবিতাটি অনেক ভালো লাগলো ।
বাংলা শুভ নববর্ষের শুভেচ্ছা রইল, শ্রদ্ধেয় কবি দাদা।
জ্বি প্রিয় বাবু দা আপনাকেউ
অনেক ভাল থাকুন——