শুধু জোছনা স্নান
কি কারণে লজ্জাবতীর পাতা
ছুঁয়েছিল যে প্রেমের কথা;
এতো দিনে মনে হলো বুঝেনি অভিমানী-
অনুরাগে আকাশ ভূমি পানি আর পানি;
কেনো কালবৈশাখির মেঘ দিলে-
দিলে না হায় ফাল্গুনের ফুলদানি।
যত্নে রেখেছি সেই চৈত্রে পোড়া ঘ্রাণ
মাঝে মাঝে ছুঁয়ে যায় মনো প্রাণ!
বুঝতে যদি ঐ প্রণয় ভরাছিল লাজুক
চায়তে তালপাতার বাতাস বার বার আসুক-
লজ্জাবতী কিসের এতো জোছনা স্নান-
আঁধার করে অম্লান-মেঘলা মেঘের আড়ি।
০২ বৈশাখ ১৪২৬, ১৫ এপ্রিল ১৯
————————————
কবিতায় শুভেচ্ছা এবং নতুন বছরের শুভকামনা মি. আলমগীর সরকার লিটন।
জ্বি প্রিয় মুরুব্বী দা আপনাকেউ
জানাই শুভ নববর্ষ
অনেক ভাল থাকুন—-
শুভেচ্ছা কবি আলমগীর ভাই। শুভ নববর্ষ।
জ্বি প্রিয় সুমন দা আপনাকেউ
জানাই শুভ নববর্ষ ১৪২৬
অনেক ভাল থাকুন—-
শুভকামনা নববর্ষ কবি লিটন ভাই।
জ্বি প্রিয় সৌমিত্র দা আপনাকেউ
জানাই শুভ নববর্ষ ১৪২৬
অনেক ভাল থাকুন—-
শুভেচ্ছা কবি।
জ্বি প্রিয় তুবা আপু আপনাকেউ
জানাই শুভ নববর্ষ ১৪২৬
অনেক ভাল থাকুন—-
অভিনন্দন কবিবাবু। শুভ নববর্ষ।
জ্বি প্রিয় রিয়া দিদি আপনাকেউ
জানাই শুভ নববর্ষ ১৪২৬
অনেক ভাল থাকুন—-