শুধু জোছনা স্নান

শুধু জোছনা স্নান

কি কারণে লজ্জাবতীর পাতা
ছুঁয়েছিল যে প্রেমের কথা;
এতো দিনে মনে হলো বুঝেনি অভিমানী-
অনুরাগে আকাশ ভূমি পানি আর পানি;
কেনো কালবৈশাখির মেঘ দিলে-
দিলে না হায় ফাল্গুনের ফুলদানি।

যত্নে রেখেছি সেই চৈত্রে পোড়া ঘ্রাণ
মাঝে মাঝে ছুঁয়ে যায় মনো প্রাণ!
বুঝতে যদি ঐ প্রণয় ভরাছিল লাজুক
চায়তে তালপাতার বাতাস বার বার আসুক-
লজ্জাবতী কিসের এতো জোছনা স্নান-
আঁধার করে অম্লান-মেঘলা মেঘের আড়ি।

০২ বৈশাখ ১৪২৬, ‍১৫ এপ্রিল ১৯
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

10 thoughts on “শুধু জোছনা স্নান

  1. কবিতায় শুভেচ্ছা এবং নতুন বছরের শুভকামনা মি. আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় মুরুব্বী দা আপনাকেউ

      জানাই শুভ নববর্ষ 

      অনেক ভাল থাকুন—-

    1. জ্বি প্রিয় সুমন দা আপনাকেউ

      জানাই শুভ নববর্ষ ১৪২৬

      অনেক ভাল থাকুন—-

    1. জ্বি প্রিয় সৌমিত্র দা আপনাকেউ

      জানাই শুভ নববর্ষ ১৪২৬

      অনেক ভাল থাকুন—-

    1. জ্বি প্রিয় তুবা ‍আপু আপনাকেউ

      জানাই শুভ নববর্ষ ১৪২৬

      অনেক ভাল থাকুন—-

  2. জ্বি প্রিয় রিয়া দিদি আপনাকেউ

    জানাই শুভ নববর্ষ ১৪২৬

    অনেক ভাল থাকুন—-

মন্তব্য প্রধান বন্ধ আছে।