পেলে না মনের ঘর

পেলে না মনের ঘর

সোনা ধন- বুঝলে না – না-
না- ছোট একটা মনের ঘর !
স্বপ্ন দেখে সরিষা ফুলে- হলদে রঙ-
সকাল দুপুর শালিক সাজে প্রেমের বর;
ওগো সোনা ধন- ধন সম্পত্তি পেলে-
পেলে না শুধু ছোট একটা মনের ঘর।

সামনে ছিল মাঠভিটা সোনালি ফসল
নবান্নে ঘরে তুলবে মৌ মৌ ঘ্রাণ !
অাচমকা এক দল ডাকাত পরলো –
চুরি করে নিয়ে গেলো, পালকি সাজে হুমনা
ভেঙ্গে গেলো- আকাশ মাটি জোছনা;
একি হলো দু’নয়নে আঁধার নেমে এলো।

০৩ বৈশাখ ১৪২৬, ‍১৬ এপ্রিল ১৯
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “পেলে না মনের ঘর

  1. যদিয় অনাসৃষ্টি তারপরও অসীম শুভকামনা বাউল কবি মি. আলমগীর সরকার লিটন।

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

  2. "পেলে না ঘরের মন "শিরোনামের কবিতাটি স্নিগ্ধ প্রকৃতির ছোঁয়ায় আরও রঙিন হয়ে উঠেছে।

    অনবদ্য প্রকাশ কবি লিটন দাদা। শুভেচ্ছা…https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

    1. জ্বি রানু আপু 

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

  3. যেমন ইচ্ছে আমার কবিতার খাতা হওয়া চলবে না আলমগীর ভাই। সিরিয়াস হোন।

    1. জ্বি সুমন দা ঠিক বলেছেন 

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

    1. জ্বি সৌমিত্র দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

    1. জ্বি রিয়া দিদি 

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

    1. জ্বি শারমিন আপু 

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল থাকুন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।