কৃষ্ণচূড়ার ছুঁয়া

কৃষ্ণচূড়ার ছুঁয়া

কৃষ্ণচূড়ার এক বাগান করছি লালন
শুধু রাত দুপুরে একতারাটা যায় ছুঁয়ে যায়-
কত বর্ণমালার জ্বালা যেতনা-
ভোর সাজেতে কৃষ্ণচূড়া লালে লাল হয়ে যায় ;
কৃষ্ণচূড়ার এক বাগান করছি লালন।

সবুজ ঘাসের ডগায় জমাট বাঁধা আছে
কৃষ্ণচূড়ার ঘ্রাণ- সে পায় কি না পায়-
তাতে জোছনা চাঁদের কি আসে যায়;
শূন্য মেঘের ছবিটা শুধু শূন্যতে ভাসমান-
সেতো কৃষ্ণচূড়া লাল মাটির ছুঁয়া অম্লান।

১০ বৈশাখ ১৪২৬, ‍২৩ এপ্রিল ১৯
————————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

12 thoughts on “কৃষ্ণচূড়ার ছুঁয়া

  1. শূন্য মেঘের ছবিটা শুধু শূন্যতে ভাসমান- সেতো কৃষ্ণচূড়া লাল মাটির ছুঁয়া অম্লান।
    … দারুণ প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় মুরুব্বী দা
      সুন্দর মন্তব্যের জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

    1. জ্বি প্রিয় সুমন দা আপনাকেউ আর
      কবিতা পাঠের জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

    1. জ্বি প্রিয় শংকর দা
      সুন্দর মন্তব্যের জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

    1. জ্বি প্রিয় রিয়া দিদি আপনাকেউ

      আর কবিতা পাঠের জন্য 
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

    1. জ্বি প্রিয় সৌমিত্র দা
      সুন্দর মন্তব্যের জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

    1. জ্বি প্রিয় কবি তুবা আপু
      সুন্দর মন্তব্যের জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল থাকুন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।