==================
কবিতা কখনো চিরসুবজ-
কখনো ধুসর মৃত্তিকার গন্ধ
অমাবস্যা আঁধার রাত;
তবুও কবিতাকে বাঁচ্চাতে হবে-
সোনালি মেঠোপথের প্রণয়ে
হঠাৎ করা এক মৃদু স্পর্শ ছুঁয়ায়!
অথচ মৃত্যুর আর্তনাদ বার বার
ঝরা পাতার বুকে ফনা হয়ে উঠে-
অতঃপর জল নদী একন্তই
কবিতার পূর্ণিমা জুড়ে চাঁদের
পরশে ফুটে খই আর ঝরা
পাতার গুমরে তুলে গন্ধ।
০৮ আষাঢ় ১৪২৬, ২২ জুন ১৯
————————————–
ভীষণ ভালো লাগলো ঝড়া পাতার গন্ধ
জ্বি প্রিয় কবি কাজী দা
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
সুন্দর কাব্য। ভাষা প্রয়োগ ও শব্দের ব্যবহার যথাযথ।
সুন্দর কাব্যিকতায় মুগ্ধ করলেন কবিবন্ধু।
সাথে থাকবেন, পাশে রাখবেন।
প্রীতি আর ভালবাসার
অটুন বন্ধনে।
জয়গুরু।
জ্বি প্রিয় কবি ভাণ্ডারী দা
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
খুব ভালো লাগলো ঝরাপাতার গন্ধ। নিখুঁত গাঁথুনিতে মনমাতানো শব্দের বাহার। শুভেচ্ছা রইল।
জ্বি প্রিয় কবি বাবু দা
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
অনেক ভালো লাগলো কবিতা
জ্বি প্রিয় কবি সুজন দা
কবিতা পাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল থাকুন———–
শুভেচ্ছা কবি আলমগীর ভাই।
অভিনন্দন প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। শুভ সকাল।
শুভেচ্ছা প্রিয় কবিবাবু।
ভালোবাসা কবি আলমগীর ভাই।
সুন্দর লিখেছেন আলমগীর ভাই।