প্রেমী

=========================
শুধু টক ঝাল মিষ্টি- ভাল থাকতে কৃতি
রস তলে বৃষ্টি- মন্দ তবে অনাপ্রতি-
আষাঢ়ে ভিজে দিলো রূপালি মাঠ- শীতল
হলো মাটি- তবুও আষাঢ় নয় খরা পাটি;

তিতো হিংসা অহংকার আর কতোকাল
বিদ্বেষ চলবে সমাচার- এ কেমনি বা খবরদার-
ভালবাসা নয় ওরকম খুন- ত্যাগেই মহৎ সৃষ্টি
তবুও কেনো ঝরালি রক্তনদী তুই নাকি প্রেমী।

১৫ আষাঢ় ১৪২৬, ২৯ জুন ১৯
—————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

9 thoughts on “প্রেমী

  1. ভালবাসা নয় ওরকম খুন- ত্যাগেই মহৎ সৃষ্টি। ভালোবাসাময় হোক পৃথিবী। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অগ্রযাত্রায় শুভেচ্ছা কবি আলমগীর ভাই। 

  3. প্রেমীরা প্রেমিক পুরুষের মাঝে পূর্ণতা পাক, আর জীবননদী স্রোতসীল হউক উল্লাস উন্মাদনায়, নাগিনী না হয়ে নারী মহীয়সী হও। 

    শুভ কামনা কবি।  

  4. এই আষাঢ়ে শুধুই খরতাপ চলছে দাদা। ঘরেবাইরে, মাঠে ময়দানে। চলিছে প্রাকৃতিক তাপদাহ, সাথে মানুষের রক্তের উত্তাপ। শরীর থেকে বেরুচ্ছে রক্ত থেকে তৈরি ঘাম, মাঠেঘাটে ঝরছে মানুষের তাজা রক্ত। 

  5. ভালোবাসা ভালোবাসাময় হোক কবি আলমগীর লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  6. জ্বলন্ত কবিতা চাই কবি ভাইজান। 

  7. ভালো লিখেছেন কবি আলমগীর ভাই। 

  8. কবিতা পড়ে কেনো কিছু সাজাতে পারি না মিলাতে পারি না অর্থ 

    এ আমার ব্যর্থতা কবি

মন্তব্য প্রধান বন্ধ আছে।