স্মরণ সভা

========================
কেঁদেছিল চোখ- শ্রাবণ আসার আগে-
ধরেছিল ফাল্গুনে আগুন-চোখের কোণে
তবুও যন্ত্রনা গুমরে মরে না মন-
সুখের বর্ষা চাঁদমুখি তুই শুধু শুন;
অপরাধি -অপরাধি লাগছে কেমন?
ঢেউয়ের বাঁকে অসঙ্গতি এ জীবন;

কখনো যদি ভাবো শ্রাবণ, মহাসমুদ্র
হয়ে যাবে প্লাবণ- যদি দেখো আগুন
ধুষর তামা আঙ্গার হয়ে যাবে ফাল্গুন-
সবচিনেছে আজ শুধু তামাটে মৃত্তিকা-
উড়ে যায় দেখ নাকো ঘাসফড়িংর চরণ
সেখানেই যেন বালুচর ফুলের স্মরণ সভা।

১৬ আষাঢ় ১৪২৬, ৩০ জুন ১৯
————————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “স্মরণ সভা

  1. এবারও কবিতার প্রয়াশ ভালো হয়েছে প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

  2. অভিনন্দন কবি আলমগীর লিটন ভাই। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_heart.gif

  3. অভিনন্দনের সাথে শুভেচ্ছাও জানবেন শ্রদ্ধেয় কবি লিটন দাদা।

  4. শুভেচ্ছা কবি আলমগীর সরকার ভাই। :)

  5. একই ফরমেটে লিখে চলেছেন কবিবাবু। কবিতার চেহারায় পরিবর্তন আনুন। :)

  6. মাফ করবেন আলমগীর ভাই। নেগেটিভলি না নিয়ে কবিতাকে আধুনিক করুন। 

  7. তবুও যন্ত্রনা গুমরে মরে না মন-
    সুখের বর্ষা চাঁদমুখি তুই শুধু শুন;
    অপরাধি -অপরাধি লাগছে কেমন?

    বাহ্ ভারী রোম্যান্টিক তো !! :)

মন্তব্য প্রধান বন্ধ আছে।