সংসার জননী

=====================
একটা আকাশ চিরে ধ্বনিত হচ্ছে-
প্রচন্ড আওয়াজ শুনা যাচ্ছে
যেন সোনালি ভোরের আলোর স্পর্শে
ফুটে তুল সমস্ত কুল জুড়ে,
কৃতজ্ঞা এখানেই- যেখানে আধার পেরিয়ে
মুখরিত মিছিলের পর মিছিল আর
জানিয়ে দেওয়া-

আমি আসছি, কিছু উষ্ণতা ভাগাভাগি
করার জন্য তোমাকে অসম্মান নয়-
সহস্রো স্যালুট-
তুমি দিবসের মধ্যে সীমাবদ্ধ নও;
তুমি দেহের রক্ত কোষের মধ্যে করছ প্রতিধ্বনি!
দুর্বল ভাবে না সংসার- তবুও আপন গুণে
খোঁজ নিজের মহিমা,
তুমিই মা সংসার জননী।

২৪ ফাল্গুণ ১৪২৬, ০৮ মার্চ ২০
——————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “সংসার জননী

  1. https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_flowers.gifনারীকুলকে সম্মান শ্রদ্ধা ও ভালোবাসা । 

    1. জ্বি মহী দা

      বিশ্ব নারী দিবসের লাল গোলাপের শুভেচ্ছা নিবেন

      ভাল ও সুস্থ থাকবেন——–

    1. জ্বি  দাউদুল দা

      বিশ্ব নারী দিবসের লাল গোলাপের শুভেচ্ছা নিবেন

      ভাল ও সুস্থ থাকবেন——–

  2. দুর্বল ভাবে না সংসার- তবুও আপন গুণে
    খোঁজ নিজের মহিমা,
    তুমিই মা সংসার জননী। 
    https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জ্বি মুরুব্বী দা

      বিশ্ব নারী দিবসের লাল গোলাপের শুভেচ্ছা নিবেন

      ভাল ও সুস্থ থাকবেন——–

মন্তব্য প্রধান বন্ধ আছে।