অমরত্ব কবি

===================
একটা কবিতার পটভূমিতে
শুধু ফসলের মাঠ আর মাঠ-
একদিন মাচার ডোলভর্তি ধান
দুর্যোগ মাঝে বিলীন করেলেন
সেদিন থেকেই কবির তর্জনীর তীব্র গর্জন!
মিশে গেছে সসস্ত আকাশ বাতাস-
গন্ধবিরল মৃত্তিকার তরে- তরে;

তারপর ঘাত প্রতিঘাত উপেক্ষা করে
একদিন অন্তর স্পর্শে- কবির কবিতাকে
গভীর মমতায় আলিঙ্গন করলেন;
কবিতার চঞ্চলতা দেখে ভীষণ আনন্দ!

সমস্ত দুঃখ গ্লানি মুছে ফেললেন
এই লাল সবুজ দিগন্ত জুড়ে সৃষ্টির সুধা রঙিন
কবির ধ্যান জ্ঞান দিয়ে আবার নতুন স্বপ্নে
কবিতাকে আপন মমতায় সাজালেন;

বলো চন্দ্র তারা! এমন কবি আর মরতে পারে
মৃত্যু নেই শুধু কবিতার তরে অমরত্ব কবি।

০২ চৈত্র ১৪২৬, ১৬ মার্চ ২০
————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “অমরত্ব কবি

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন——

    1. জ্বি মহী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।