========================
এলোমেলো তোশা পাটের মতো সাদা চুল,
দাঁড়ির ভাজে কতটা হয়েছে বয়স আমার!
অথচ সকাল সন্ধ্যা এতটুকু বুঝে না-
বুঝে না নখ! ঘর দুয়ার দেয়ালে মরিচা ধরেছে
তবুও বুঝে না- কি হবে বুঝে বয়স।
সবাই বলুক আমার জন্ম হয়েছে আগামী কাল,
না ! বলবে না- কারণ বয়সের রঙ বদলায়
নিমগাছে অথবা বটবৃক্ষের ছায়া তলে;
ওরা বাবা বলে খুব, যখন স্বার্থ ফুরে যাবে-
তখন বলে বসবে বজ্রপাতের মৃত্যু, ঘর
থেকে বাহিরে যাও- দাঁড়িয়ে থাক খেরপালার
মতো- বুঝেছো বয়সটা কত উজ্জ্বল লাগবে
ঠিক চাঁদের মতো- ভাববে একটা তারা ছুটে
গেলে কি হবে? বয়স তো দেহ গায়ে একই হবে-
বুঝবে বয়স কি- বাবা গায়ে দেখেছি? অতঃপর
নিজস্ব অনুধাবন লাগে পাটখড়ির মতো বয়স।
২৬ শ্রাবণ ১৪২৬, ১০ আগস্ট ২০
———————————-
অনবদ্য লেখা পড়ে বিমোহিত হলাম।
জ্বি প্রিয় কবি মহী দা
অশেষ ধন্যবাদ জানাই
'বয়স তো দেহ গায়ে একই হবে-
বুঝবে বয়স কি- বাবা গায়ে দেখেছি? অতঃপর
নিজস্ব অনুধাবন লাগে পাটখড়ির মতো বয়স।'
চমৎকার কবিতা প্রিয় বাউল কবি আলমগীর সরকার লিটন।
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
সত্যি, বয়সের রঙ বদলায়!
একসময় শরীরের চামড়া এবড়ো-খেবড়ো হয়ে যায়।
সুন্দর উপস্থাপন দাদা।
জ্বি প্রিয় কবি নিতাই দা
অশেষ ধন্যবাদ জানাই