খয়রাতি নয়

=======================
ভালবাসা সেতো এক রাজ্যের রাজা!
এক মুঠো ফসলের মাঠ সবুজে অরণ্য;
খয়রাতি মনোভাব থাকতে নাই কারণ
খাদ্য বিলাস হতে পার
তবে চকোলেট চায় মানে খয়রাত নও;

তাহলে ভালবাসা কথায় গেলো ?
ভালবাসা তো ঘুমের ঘোরে স্বপ্নে দেখা কোন রাত নয়-
তাহলে রাজার কণ্ঠ ভরা আফসোস কেনো?
অথবা খয়রাতি রাজাও হতে চায়!
কারণ ভালবাসা বুঝানোর জন্য

ভালবাসা কখনো খয়রাতি নয়
তোমার অপছন্দ হতে পারে ঘৃণাও করতে পার
তাই বলে ভালবাসাকে অপবিত্র করতে পার না
তুমি আমি আমরা ভালবাসা নিয়েই বেঁচে আছি-
বেঁচে থাকব; ভুলে যাও দুঃখময় কষ্টধারা

আনন্দ নিতেও খয়রাতি মনে করো না
ওটা শুধু মুঠোই মুঠোই ফসলের ভালবাসা মনে করো
অতঃপর ভালবাসা খয়রাতি নয় ।

০৭ ভাদ্র ১৪২৬, ২২ আগস্ট ২০
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “খয়রাতি নয়

  1. ভালোবাসার  অপর নাম সাগর মহাসাগর এবং নীল আকাশ

    1. জ্বি প্রিয় মহী দ

      চমৎকার মন্তব্যে প্রেরণা পেলাম
      সুস্থ ও ভাল থাকবেন—

  2. ভালোবাসা সবসময়ই পবিত্র। ভালোবাসার কাঙাল হওয়া যায়, কিন্তু খয়রাতি নয়। 

    শুভকামনা থাকলো শ্রদ্ধেয় কবি লিটন দাদা।             

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা

      চমৎকার মন্তব্যে প্রেরণা পেলাম
      সুস্থ ও ভাল থাকবেন—

  3. ভালবাসা কখনো খয়রাতি নয়
    তোমার অপছন্দ হতে পারে ঘৃণাও করতে পার
    তাই বলে ভালবাসাকে অপবিত্র করতে পার না।

    ____ ঠিক তাই প্রিয় বাউল কবি আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

  4. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা

    চমৎকার মন্তব্যে প্রেরণা পেলাম
    সুস্থ ও ভাল থাকবেন—

মন্তব্য প্রধান বন্ধ আছে।