বাহারে বা হারাতে বসেনি মৃত্যুর
ভয়ে মনোবল! মরতে হবে একদিন;
জানি না কেমন কষ্টদায়ক মরণ!
দৃষ্টির আড়ালে ভয়ানক কিছু দৃশ্য-
তবুও শক্ত রাখি দেহ বল; বাহারে বা
হারাতে বসেনি মৃত্যুর ভয়ে মনোবল!
হায় রে হায় কিছু অসুখ ভার করেছে
ঘাড়ের উপর- কিছুতেই ছাড়ছে না
ভয়ে অশ্রুজল যায় গড়িয়ে
দৃষ্টি সজল স্মৃতির সোনালি অবক্ষয়
যায় ঘটিয়ে নতুন কিছু সৃষ্টির ভজন!
রাখতে স্মরণ- তবুও শক্ত রাখি দেহ বল।
০৪ কার্তিক ১৪২৬, ২০ অক্টোবর ২০
—————————————-
Amazing writen dear
জ্বি মহী দা অশেষ ধন্যবাদ
প্রগতির কবিতা। মানসিক মনোবলই হচ্ছে প্রকৃত শক্তি।
কবিতার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার।
জ্বি প্রিয় মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
শুভকামনা থাকলো দাদা।
জ্বি প্রিয় কবি নিতাই দা অশেষ ধন্যবাদ জানাই