দেহ বল

Casual male vector silhouettes

বাহারে বা হারাতে বসেনি মৃত্যুর
ভয়ে মনোবল! মরতে হবে একদিন;
জানি না কেমন কষ্টদায়ক মরণ!
দৃষ্টির আড়ালে ভয়ানক কিছু দৃশ্য-
তবুও শক্ত রাখি দেহ বল; বাহারে বা
হারাতে বসেনি মৃত্যুর ভয়ে মনোবল!

হায় রে হায় কিছু অসুখ ভার করেছে
ঘাড়ের উপর- কিছুতেই ছাড়ছে না
ভয়ে অশ্রুজল যায় গড়িয়ে
দৃষ্টি সজল স্মৃতির সোনালি অবক্ষয়
যায় ঘটিয়ে নতুন কিছু সৃষ্টির ভজন!
রাখতে স্মরণ- তবুও শক্ত রাখি দেহ বল।

০৪ কার্তিক ১৪২৬, ২০ অক্টোবর ২০
—————————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “দেহ বল

  1. প্রগতির কবিতা। মানসিক মনোবলই হচ্ছে প্রকৃত শক্তি।

    কবিতার জন্য অসংখ্য ধন্যবাদ প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি প্রিয় মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই

  2. বাহারে বা

    হারাতে বসেনি মৃত্যুর ভয়ে মনোবল!

    শুভকামনা থাকলো দাদা। 

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা অশেষ ধন্যবাদ জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।