কৃষ্ণচূড়া প্রাণ

_x_400_pixel

হায় হেমন্ত, কখন গা গড়ে গেলো
ইট পাথর শহর থেকে- এতটুকু
বুঝতে পারলাম না! হেমন্ত তুমি
নবান্নের মৌ মৌ করা মধুর ঘ্রাণ;
নাকে এসে করে যাও ফান- ফান!
তবুও শিউলি ফুটে ঐ গাঁয়ে উঠান।

মায়ের হাতে পিঠা পুলির কি স্বাদ;
উড়ে আসে আমার আকাশ ছুঁয়ে-
বাতাসে পূর্ণ পূর্ণিমার ঝাঁঝাল রাত!
হেমন্ত তুমি কখন এলে- আমার অশ্রু
ভেজা সকাল- কতটুকু দেখলে বল?
ঝরে গেলো একখানা কৃষ্ণচূড়া প্রাণ।

০৬ কার্তিক ১৪২৬, ২২ অক্টোবর ২০
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “কৃষ্ণচূড়া প্রাণ

  1. হেমন্ত নিয়ে আপনার ভাবনা চমৎকার হোয়েছে দাদা। শুভকামনা থাকলো।

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা হেমন্তের শুভেচ্ছা রইল 

  2. প্রচ্ছদ এবং কবিতা দুটোই ভালো হয়েছে। অভিনন্দন কবি আলমগীর সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই

মন্তব্য প্রধান বন্ধ আছে।