হিসাবের সমীকরণ

d25baf27c75672d49d5cd30219c8eca2-5bbd994965ba7

এখন যে পৃথিবী চলছে সেখানে ঈশ্বর কে
খোঁজে পাওয়া যায় না! পৃথিবী ঘিরে
সব নিজস্ব ক্ষমতার প্রদর্শন দেখানোর
রঙিন ঘুড়ি উড়ানোর মেলা; বলো!
ঈশ্বর কি করে থাকবে? ঈশ্বরহীন পৃথিবী।

পৃথিবীর চারপাশটাই শূন্যতা ঘিরা
স্বপ্ন রাত যেনো জোছনা নেই- তবুও রাত
এটা আমার পৃথিবী ঈশ্বর আছে- সবই আছে;
কিন্তু তোমাদের পৃথিবীতে কিছু নেই
মনে খুলে একটু ভাব দেখো ঈশ্বর পাবে না;

তোমাদের দেখে নাকি ঈশ্বর ভয় পায়
তাই তো বলি কেনো ঈশ্বর খোঁজে পাওয়া যায় না!
ভণ্ডামির সীমাবদ্ধতা কোথায়? হঠাৎ প্রশ্ন জেগে উঠল
কিন্তু ওদের গায়ে উত্তর নেই- বিশ্বাস করি
একদিন ঈশ্বর পৃথিবীর সব হিসাব করবে সমীকরণ।

২০ কার্তিক ১৪২৬, ০৫ নভেম্বর ২০
———————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “হিসাবের সমীকরণ

  1. ভণ্ডামির সীমাবদ্ধতা কোথায়?

    কিন্তু ওদের গায়ে উত্তর নেই- বিশ্বাস করি
    একদিন ঈশ্বর পৃথিবীর সব হিসাব করবে সমীকরণ। ___ ঠিক তাই কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন————

    1. জ্বি প্রিয় কবি মহী দা
      সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা পেলাম
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন————

  2. পৃথিবী ঘিরে সব নিজস্ব ক্ষমতার প্রদর্শন দেখানোর

    রঙিন ঘুড়ি উড়ানোর মেলা; বলো!

    ঈশ্বর কি করে থাকবে? 

    ঠিকই বলেছেন দাদা। এটা মনে হয় সত্যিই ঈশ্বরহীন পৃথিবী!

মন্তব্য প্রধান বন্ধ আছে।