স্বপ্ন

1442817670

হায় স্বপ্ন এখন কেনো- আগে ছিলে কই!
এখন কেনো হয়ে উঠো শেষ রাতের গল্প-
গদ্য কবিতার রূপ লাবণ্য- হায় স্বপ্ন !
ভোরের সূর্যমুখি আর্তনাদ কে শুনে সূর্যতাপ
মিষ্টি হাসিতেই বন্যা- কে রুকে ঝর্ণা-
তবুও অভিমানি অনুরাগ- হায় স্বপ্ন- স্বপ্ন।

রঙধনু ভাসে দুপুরের কিছু রঙিন
চাওয়া পাওয়া- শেষটা হলো বিকাল
আসতেই সন্ধ্যার শিহরণ কথায় হারাল-
না বলার কথাতাল- আজও রয়ে গেলো
মেঘবৃষ্টির দেশে ভিজে যাই- সবুজ ঘাসে
রাতের ঘুমে স্মৃতির বেগে- হায় স্বপ্ন- স্বপ্ন;

মনে নেই কি ভাবে শুরু- কি ভাবে শেষ
ভাবনার নীলে- চাঁদের কুলে- এভাবেই
যাচ্ছে কেটে দিবারাত- আহত কিংবা ক্লান্ত
তাও ভুলে ঘুম আসে হারিয়ে যাই- হায় স্বপ্ন।

২২ কার্তিক ১৪২৬, ০৭ নভেম্বর ২০
————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “স্বপ্ন

    1. জ্বি প্রিয় কবি মহী দা
      সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন———

  1. এভাবেই যাচ্ছে কেটে দিবারাত- আহত কিংবা ক্লান্ত
    তাও ভুলে ঘুম আসে হারিয়ে যাই- হায় স্বপ্ন।

    জীবন বাস্তবতা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন———

  2. মনে নেই কি ভাবে শুরু- কি ভাবে শেষ

    ভাবনার নীলে- চাঁদের কুলে- এভাবেই

    যাচ্ছে কেটে দিবারাত- 

    বাহ্ দারুণ অনুভূতি তো! 

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা
      সুন্দর মন্তব্যে বেশ প্রেরণা দেওয়ার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।