সরিষা দুপুর একটু উষ্ণতা ঝিম ঝিম
রাতের গায়ে হাত দেওয়াই যায় না-
শীত- শীত- ইট পাথর শহর জুড়ে একেমন
নেমে এসেছে এখনি যে শীত- শীত;
পিঠাপুলি খাওয়ার ধুমটা গিলে খেয়েছে করোনা!
তবুও জামাই ষষ্ঠী মাস্ক পরা রাস্তার
মোড় কিংবা ঘর বাহিরে পরে না;
শীতটা বুঝি এবার অন্যরকম বুঝতে পারা
কঠিন যেনো সবিতার আর্তনাদ-
জ্বর সর্দি কাশিটাও অন্যরকম করোনা;
হায় শীত তুমি দুধভিজা পিঠার স্বাদ
কেনো অন্যরকম হলে- আমার বুঝা বড়
কঠিন মনে হচ্ছে- হায় শীত তুমি অন্যরকম হলে
গাঁও গ্রামে সরিষা ভেজা শীত তুমি অন্যরকম নাচলে।
২৩ কার্তিক ১৪২৬, ০৮ নভেম্বর ২০
———————————
খুবই চমৎকার উপস্থাপন।
জ্বি মহী দা অশেষ ধন্যবাদ
মাটি মানুষ এবং প্রকৃতির কবিতা আপনার হাতে চমৎকার উঠে আসে। শুভেচ্ছা কবি।
অশেষ ধন্যবাদ প্রিয় মুরুব্বী দা
চমৎকার উপস্থাপন, কবি দাদা। শুভকামনা থাকলো।
জ্বি নিতাই দা অশেষ ধন্যবাদ