শীত তুমি অন্যরকম

NatunNakib-1540787162-cce28d1_xlarge

সরিষা দুপুর একটু উষ্ণতা ঝিম ঝিম
রাতের গায়ে হাত দেওয়াই যায় না-
শীত- শীত- ইট পাথর শহর জুড়ে একেমন
নেমে এসেছে এখনি যে শীত- শীত;
পিঠাপুলি খাওয়ার ধুমটা গিলে খেয়েছে করোনা!
তবুও জামাই ষষ্ঠী মাস্ক পরা রাস্তার
মোড় কিংবা ঘর বাহিরে পরে না;

শীতটা বুঝি এবার অন্যরকম বুঝতে পারা
কঠিন যেনো সবিতার আর্তনাদ-
জ্বর সর্দি কাশিটাও অন্যরকম করোনা;
হায় শীত তুমি দুধভিজা পিঠার স্বাদ
কেনো অন্যরকম হলে- আমার বুঝা বড়
কঠিন মনে হচ্ছে- হায় শীত তুমি অন্যরকম হলে
গাঁও গ্রামে সরিষা ভেজা শীত তুমি অন্যরকম নাচলে।

২৩ কার্তিক ১৪২৬, ০৮ নভেম্বর ২০
———————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “শীত তুমি অন্যরকম

  1. মাটি মানুষ এবং প্রকৃতির কবিতা আপনার হাতে চমৎকার উঠে আসে। শুভেচ্ছা কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।