কুয়াশা জড়ানো একটা চাদর হারিয়ে গেছে-
কোন শীত উষ্ণ বুকে! যত বার শীত আছে-
তত বার খুঁজতে থাকি- ভরা শীত পূর্ণিমায়
কিংবা অমাবস্যার রাত; অথচ তারা অন্যকিছু
ভেবেই চল্লো- সজাপথে এতটুকু হাঁটল না-
কত বাহানা মনে ধরেই রাখলো- তাহলে কথায়
হারানো চাদর- খুঁজব কথায়- উঠানে খর পুড়ানো
কুয়াশায় কাঁপানো সকালটা আর খোঁজে পাই না।
খুঁজতে খুঁজতে কথায় জানি এসে ধাক্কা লাগল
পাঁজর জুড়ে- হালকা পাজর ব্যথায় চিনচিন করে উঠলো-
তবুও একদিন খৃঁজে নিবে কুয়াশা ভেজা চাদর
সেদিন আকাশে চাঁদ থাকবে না- তারা থাকবে না
শুধু চারপাশ দেখবে কুয়াশা ভরা উঠান।
০৬ অগ্রহায়ণ ১৪২৬, ২১ নভেম্বর ২০
—————————————-
সুনিপুণ ভাবনা
অশেষ ধন্যবাদ মহী দা
যাপিত জীবনের এই দৃশ্যগুলো একেবারেই অনস্বীকার্য অনুভবে চিরন্তন। দারুণ।
অশেষ ধন্যবাদ জানাই মুরুব্বী দা
খুব ভাল লাগল
ধন্যবাদ কবি দা