পাপের মাটি

OdbhutMugdhota-1513490588-54bed3a_xlarge

পাপ দেখি- পাপ দেখি-পাপের পিছু ছুটি
আমার আমি কি করি-পাপের পিছু ছুটি-

ভালমন্দ চোখ আমার- সবই দেখি আলো-
ভাবি না হাত তিনেক গর্ত-আঁধার কালো
তবুও বুঝার হলো না শেষ- পাপ ভারি মন্দ-
পাপের মধ্যে জ্বলো- কি হলো- কি হলো বলো;

বলার আগেই নিশ্বাস ফুরাল-থামল জীবন গতি-
এবার করলো শুরু মুখে বলা- হায় কি পাপ-
হায় কি পাপ- তুমি সাদৃশ্য রেখ না মনে- যার
যেতনা সেই বুঝে-গাও গ্রামে গন্ধ শুধু পাপের মাটি।

১১ পৌষ ১৪২৬, ২৬ ডিসেম্বর ২০
————————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

7 thoughts on “পাপের মাটি

    1. জ্বি মহী দা অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

  1. অপূর্ব কাব্য শৈলী রচিল কবি 

    শুভকামনা রইল https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_bye.gif

    1. জ্বি  অপূর্ব দা অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

  2. গম্ভীর এই কবিতায় প্রিয় শুভেচ্ছা প্রিয় কবি। ভালো থাকুন এই শুভ কামনা। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।