আকাশ শূন্য- বাতাস ধন্য তারাগুলো
তারার কাছে ছুটে যেতে চায় মন পূর্ণ!
সীমারেখাহীন- ঠিকানাবিহীন নীল নীলিমায়ায়-
যে নীল একচোখে দেখে- অন্যচোখে নিভাই;
তবুও সোনালি কথার ভিরে, সমুদ্রের ঢেউ
তুলে মনের কিনারায়- এভাবেই অজানা
ব্যথাগুলো সবুজ ঘাসে হারায়- রঙবিরল
প্রজাপতি রঙে থাকুক ঘিরে- ধুলি বালি- মন
মেঠোপথ মাখানো এক ধূসর মুখচোর ছবি-
যে ছবি কথা কয় রোজ রোজ জল্পনায় কল্পনায়।
২৫ পৌষ ১৪২৬, ০৯ জানুয়ারি ২১
————————————-
মনোমুগ্ধকর লেখা l দোয়া করি আল্লাহ আপনাকে সুস্থ রাখুন।
জ্বি প্রিয় কবি মহী দা
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
যে ছবি কথা কয় রোজ রোজ জল্পনায় কল্পনায়। সুন্দর কবিতা কবি মি. সরকার।
জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————
দারুণ লিখেছেন, দাদা।
শুভকামনা থাকলো।
জ্বি প্রিয় কবি নিতাই দা
কাব্যপাঠে সুন্দর মন্তব্য করার জন্য
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন—————