মন

images (70)

জীবনের ভাবনাগুলো যদি ধূলির মতো
এলোমেলো হয়! তাহলে তো সংসার ঘর
অব্যয় সঞ্চয়হীন, সন্দেহ রবেই; কি হবে
কঠি পাথার হয়ে- হও যদি সুগন্ধী সাবান
তাও কিছুদিন সুবাস ছড়বে পাড়ায়-পাড়ায়;
এমন কি ঐ ঘাস বালি বিছানায়- দেখো একটু

ভেবে- ভেবে; হয় তো ভাবনার সাথে স্বপ্নের
মিল নাই- তাতে কি- জীবনের গল্প তো আছে-
ধর! সংসার নেই- ঘর নেই- আকাশ নেই, বাতাস
কিছু নেই- তার মানে ওখানেই ফুরিয়ে গেছে
ছোট ফাল্গুনী মন; মনের চারিধারে সোনালি
গল্প মাখা ভোর- এমন কি বেগুনী ক্ষ্টগুলো-
সাদা মেঘ যেনো ঝড়বৃষ্টি- তবুও জেগে থাকা মন।

০২ মাঘ ১৪২৬, ১৬ জানুয়ারি ২১
————————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

9 thoughts on “মন

    1. জ্বি প্রিয় কবি মহী দা

      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

  1. চমৎকার কবিতা উপহার। অভিনন্দন বাউল কবি মি. আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা

      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

  2. ভালো লাগা রেখে গেলাম প্রিয়। ভালোবাসা জানবেন।

    1. জ্বি প্রিয় কবি সৌখিন দা

      অশেষ ধন্যবাদ জানাই ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।