আকাঙ্খা ছিল কত ঢেউ খেলার নদে
মৃদুল পায়ে ধূলিমাখা উড়া উড়ি রঙিলা ঘরের কোণে;
উঠন বাঁকে ফাল্গুন মেঘের ঘূর্ণিপাকে ঘুরছিল
সুবাসিত গন্ধ ফুর ফুর ডানায় কাকাতুয়া উড়ছিল যত
ঘুমটা পরা লজ্জার মুখে লজ্জাবতীর চোখ
যেনো ঝলসে উঠা কষ্টের রাত জেগে থাকা তারার মতো
চমৎকার মুচকি হাসি- যেনো আকাশ ফাঁকি-
এই তো ভাল লাগা ঠোঁট ফসকে হয়নি বলা ভালবাসি!
ঢেউগুলো তেমনি থাকল নদের বুকে
বালুচর সোনালি রোদ পুড়ে পুড়ে ধোঁয়া ভাসে নির্জন
০২ ফাল্গুন ১৪২৬, ১৫ ফেব্রুয়ারি ২১
—————————————-
Excellent writen
লজ্জার মুখে লজ্জাবতীর চোখ
যেনো ঝলসে উঠা কষ্টের রাত জেগে থাকা তারার মতো
চমৎকার মুচকি হাসি- যেনো আকাশ ফাঁকি। ___ চমৎকার প্রিয় কবি।