নির্জন

15180A

আকাঙ্খা ছিল কত ঢেউ খেলার নদে
মৃদুল পায়ে ধূলিমাখা উড়া উড়ি রঙিলা ঘরের কোণে;
উঠন বাঁকে ফাল্গুন মেঘের ঘূর্ণিপাকে ঘুরছিল
সুবাসিত গন্ধ ফুর ফুর ডানায় কাকাতুয়া উড়ছিল যত
ঘুমটা পরা লজ্জার মুখে লজ্জাবতীর চোখ
যেনো ঝলসে উঠা কষ্টের রাত জেগে থাকা তারার মতো
চমৎকার মুচকি হাসি- যেনো আকাশ ফাঁকি-
এই তো ভাল লাগা ঠোঁট ফসকে হয়নি বলা ভালবাসি!
ঢেউগুলো তেমনি থাকল নদের বুকে
বালুচর সোনালি রোদ পুড়ে পুড়ে ধোঁয়া ভাসে নির্জন

০২ ফাল্গুন ১৪২৬, ১৫ ফেব্রুয়ারি ২১
—————————————-

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “নির্জন

  1. লজ্জার মুখে লজ্জাবতীর চোখ
    যেনো ঝলসে উঠা কষ্টের রাত জেগে থাকা তারার মতো
    চমৎকার মুচকি হাসি- যেনো আকাশ ফাঁকি। ___ চমৎকার প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।