পাগলী বলো আর ছাগলী বলো
খুব সহজে মা হওয়া যায়-
এই জগত সংসারে অথচ
সৎ সাহস নিয়ে কেউ বাবা
হতে পারে না এই মৃত্যুপুরিতে
কি আজব কান্ডকার ঈশ্বর;
দুধ দিলে মাতৃগর্ভে কিন্ত বাবা?
বাবার হওয়ার এতটুকু সাহসও
দিলে না- কি রঙ্গ খেলার জন্য
মাতৃগর্ভ দিলে? পাগলী ছাগলী
ছাড় পায় মা হতে- ভয় ভিতি অসম্মান
খেলায় খেলছে এই জগত সংসার।
১৪ ফাল্গুন ১৪২৬, ২৭ ফেব্রুয়ারি ২১
—————————————
খুব খুব ভালো লিখেছেন বন্ধু
অশেষ ধন্যবাদ মহী দা
খেলায় খেলছে এই জগত সংসার। ____ পূর্ণ সত্য প্রিয় বাউল কবি মি. সরকার।
অশেষ ধন্যবাদ মুরুব্বী দা