জগত সংসার

maxresdefault

পাগলী বলো আর ছাগলী বলো
খুব সহজে মা হওয়া যায়-
এই জগত সংসারে অথচ
সৎ সাহস নিয়ে কেউ বাবা
হতে পারে না এই মৃত্যুপুরিতে
কি আজব কান্ডকার ঈশ্বর;

দুধ দিলে মাতৃগর্ভে কিন্ত বাবা?
বাবার হওয়ার এতটুকু সাহসও
দিলে না- কি রঙ্গ খেলার জন্য
মাতৃগর্ভ দিলে? পাগলী ছাগলী
ছাড় পায় মা হতে- ভয় ভিতি অসম্মান
খেলায় খেলছে এই জগত সংসার।

১৪ ফাল্গুন ১৪২৬, ২৭ ফেব্রুয়ারি ২১
—————————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “জগত সংসার

  1. খেলায় খেলছে এই জগত সংসার। ____ পূর্ণ সত্য প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।