ঈদ

ration-1

সবাই বলছে সুবাস ঘ্রাণে
ঈদ- ঈদ- ঈদ- ঈদ- ঈদ-
শুধু আমার ঈদ কোথায়?
কোন সে সুরের ঘ্রাণে;
মন বন্ধি- ঘর বন্ধি-
বন্ধি আলো- বাতাস;
উঠান জুড়ে পায়ে- পায়ে
ঈদ যে আমায়!

তারার জ্বল ছল চাঁদের
ফাঁকে বলো না ভাই
ঈদ মোবারক ঈদ-
আমার গায়ে হোক না
তোমার মাটির ছোঁয়া ঈদ-
দুচোখ আমার ঈদ দেখে না
রক্তাক্ত লাশ আঙ্গীনার পাশে
পরে আছে বল ঈদ কোথায়।

১৫/০৫/২১
————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ঈদ

  1. তারপরও তো বলতেই হয় ঈদ মোবারক। পৃথিবীর সবাই সুখি হোক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা ঈদ মোবারক

    1. প্রিয় মহী দা ঈদ মোবারক

মন্তব্য প্রধান বন্ধ আছে।