রক্তপাতের মধ্যেও তারা দেখে সুন্দর
অথচ তারাও ত রক্তঘাত ঠিক বুকের
উপর তাহলে কিসের অহংকার কিসের
শক্তি ভেবনা, তুমিই প্রভু ভগমান ঈশ্বর!
এ বার থামো মানুষ পেটের উপর ভর কর
দেখো ক্ষুধার্তময় সুন্দর- রক্তাক্ত নয়;হিংস্র
পশু তাও নও কারণ তুমি কথা বলা শুনার
মানুষ অতঃপর মহত্বের মাঝে দেখো সুন্দর।
০৮ জ্যৈষ্ঠ ১৪২৮, ২২ মে ২১
Excellent poem
জ্বি মহী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন
অনিন্দ্য সুন্দর চেতনা বোধের লিখা। একরাশ শুভেচ্ছা প্রিয় বাউল কবি।
জ্বি মুরুব্বী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন