সুন্দর

titude

রক্তপাতের মধ্যেও তারা দেখে সুন্দর
অথচ তারাও ত রক্তঘাত ঠিক বুকের
উপর তাহলে কিসের অহংকার কিসের
শক্তি ভেবনা, তুমিই প্রভু ভগমান ঈশ্বর!

এ বার থামো মানুষ পেটের উপর ভর কর
দেখো ক্ষুধার্তময় সুন্দর- রক্তাক্ত নয়;হিংস্র
পশু তাও নও কারণ তুমি কথা বলা শুনার
মানুষ অতঃপর মহত্বের মাঝে দেখো সুন্দর।

০৮ জ্যৈষ্ঠ ১৪২৮, ২২ মে ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “সুন্দর

    1. জ্বি মহী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন

  1. অনিন্দ্য সুন্দর চেতনা বোধের লিখা। একরাশ শুভেচ্ছা প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি মুরুব্বী দা

      অশেষ ধন্যবাদ জানাই

      ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।