মতো

bangla

সাইকেলের ব্রেকের মতো
তোমার ঠোঁটের ব্রেক নাই-
আবল তাবল ঘুর্ণিপাকের মতো
যা কিছু তাই বলছো-এবার একটু
ব্রেক মার সাইকেলের মতো।

আকাশের মতো রঙ বদলাছ!
ধর্মকর্ম বলে কিছুই মানছ না-
ব্রেকহীন গাড়ির মতোই চলছো-
একটু ব্রেক মার সাইকেলে মতো;

আর কতদিন এভাবে চলবে? পাপ যত,
মায়াহীন, ছায়াহীন শুধু অনুভূতি বাতাসের মতো!
ক্লান্তিহীন তাও বুঝ না মৃত্যুর মতো-
এবার একটু ব্রেকমার সাইকেলে মতো।

২৫ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৮ জুন ২১
——————————–

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “মতো

  1. এক্সিলেন্ট পিকচারাইজেশন। অভিনন্দন বাউল কবি আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——

    1. জ্বি মালেক দা
      সুন্দর মন্তব্য করার জন্য
      অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।