অপবাদ

image_380

জল কাঁদার মতো ভেসে যাচ্ছে অপবাদ!
সোনালি রোদ্দু শূন্যেই জমাট বাঁধা মেঘ-
শুধু শুধু ঘর শূন্য করচ্ছে এ ফসলি আবাদ;

মাঠগুলো অন্ধ হয়েছে আলোতেও দেখে না
নদী ভরা জল কাঁদার কথা ভাবে না- অথচ
স্বপ্ন দেখে চোখ জোড়া ছিড়াকাঁথার নিদ্রায়;

তবুও সব অপবাদ আকাশ ছুঁয়া তারার হাত-
শুনতে চাই ভোর ক্লান্ত সূর্যমুখির এত অপবাদ।

২৬ জ্যৈষ্ঠ ১৪২৮, ০৯ জুন ২১
———————————

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “অপবাদ

  1. সুন্দর কবিতা উপহার দিয়েছেন বাউল কবি আলমগীর সরকার লিটন। শুভ দিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জ্বি প্রিয় কবি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

  2. সুন্দর একটা কবিতা উপহার দিলেন, কবি দাদা। শুভকামনা থাকলো। 

    1. জ্বি প্রিয় কবি নিতাই দা
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।