কবিতার ভাব মুখর আজ মৃত প্রায়!
চোখের কালোকেশি মেঘে আষাঢ়ের ঘনঘাটা-
অথচ কবিতার চঞ্চলতা নেই- আকাশে ঘুড়িও নেই;
কদম ফুলের মিষ্টি হাসি ছড়িয়ে গেলো কোথাও?
বিস্মৃতির পথে, রক্তাক্ত কাটায় থুবরে খেয়েছে।
অতঃপর আষাঢ়ের গায়ে জ্বর সর্দি হলেই বা কি?
শ্রাবণ তো প্রস্তুত, এক গলা উঠন কিংবা ভরা নদী-
শুধু একদিন জানবে আষাঢ়ের ক্যাকা ছিল প্রণয়;
এভাবেই আষাঢ় শ্রাবণ আসবে বুঝি- তবুও একটা
রসাল ভাবের মৃত কোন হয় না আষাঢ়।
০১ আষাঢ় ১৪২৮, ১৫ জুন ২১
———————————–
শুভেচ্ছা জানবেন।
শুভ কামনা।
জি প্রিয় কবি মালেক দা
আষাঢ় এর অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–
এভাবেই আষাঢ় শ্রাবণ আসবে বুঝি- তবুও একটা
রসাল ভাবের মৃত কোন হয় না আষাঢ়। ___ ঠিক তাই প্রিয় বাউল কবি।
জি প্রিয় কবি মুরুব্বী দা
আষাঢ় এর অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–
আষাঢ়ি শুভেচ্ছা জানবেন, দাদা। আপনার লেখা কবিতার পাতায় ছবিটি দেখে মুহূর্তের ছোটবেলার স্মৃতিতে হারিয়ে গেলাম। শুভকামনা থাকলো।
জি প্রিয় কবি নিতাই দা
আষাঢ় এর অনেক অনেক কদম ফুলের শুভেচ্ছা রইল
ভাল ও সুস্থ থাকবেন—–