সমুদ্রে মিশে যাচ্ছে কান্নার চোখে নিনাদ
অট্টালিকার ছাঁদে সুখের চাদর শুকায় রোজ!
অথচ মাটির গন্ধ মৃত- দূর্বাঘাসে মরীচিকা রোদ
চারপাশ বাতাসহীন উঠনের চিলাকুটা
তারপরও বৃষ্টির শব্দ জোয়ারের ঢেউ;
এতো প্রকৃতিময় প্রেম যেনো কালো মেঘের ছায়া,
বজ্রপাত দেহ, কমতি নাই কোনকিছু
অতঃপর কবিতা পল্লীর মন, বিবর্তন মাঠ
সোনালি দৃষ্টি কিন্তু এসব ভাববার সময় কই-
চুরমার করেছে সময়ের হাত ঘড়ি।
০৬ আষাঢ় ১৪২৮, ২০ জুন ২১
——————————–
স্বতন্ত্র ঘরানার কবিতা। সময় আদতেই ঘড়ি প্রিয় বাউল কবি মি. সরকার।
Fantastic writen