কঠিন

Final-Kothin

একটা কঠিন শব্দের মধ্যে সৃষ্টি সুলভ
কিছু ঘ্রাণ ছড়ায়! সেখানে সহজ
সরলের আর্তনাদ বিমুখ অথচ
স্বপ্ন রাত ক্ষণ হয়- দুর্লভ পূর্ণিমার চাঁদ;

অথচ একটা প্রণয়ের ভাবনাতে
আপন তিক্ততে সংঘাত-
কখন সুখের কিংবা দুখের
এতো মন দুচোখ শূন্যতেই উম্মোচন;

তবু বর্ণগুলো অক্ষেপময়
দুর্বলা ঘাসে মিটমিট জোনাকি
জ্বলন্তময় রাস্তা ঘাট হাটবাজার
অতঃপর একদিন কঠিন শব্দ
মেঘ মুক্ত পানির মতো হয়ে যায়।

০২ ভাদ্র ১৪২৮, ১৭ আগস্ট ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “কঠিন

  1. অভাবনীয় আপনার কল্পনা শক্তি। অভিনন্দন প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

  2. মি. আলমগীর সরকার। (একান্ত ব্যক্তিগত আলাপ)
    আপনি আমি শব্দনীড়ের পুরোনো মানুষ। ব্লগে অনেকেই লিখছেন, তবে কেউই যেন একটিভ নন। আমি জানি আপনি ব্যস্ত মানুষ। তারপরও আশা করবো, ব্লগে প্রকাশিত প্রথম পাতার লিখাতে অন্তত মন্তব্য দেবেন। তাতে আর যাই হোক ব্লগ যে সচল রয়েছে সেটা আমাদের অতিথি বা ভিজিটরদের কাছে মনে হবে। ধন্যবাদ। :)

  3. সুন্দর সৃজনে অনুধাবণে কাব্যিক শৈল্পিক রূপায়ন। অনাবিল শুভ কামনা সর্বক্ষণ।

মন্তব্য প্রধান বন্ধ আছে।