চোখ বন্ধ, মুখ বন্ধ
বন্ধ দেহের ঘাম-
তবু আধার দেখে
কল্পনাতে ফর্সার নাম-
চুপ থাক চোখ দেখ
সজা চল- ঘর বন্দি
মুরগীর ফার্ম!
অথচ পুষা বিড়াল
থাকতে কষ্ট- কুকুরের
উঠন বেজাই নষ্ট- যে
সর্ব জনের মনে পষ্ট;
এযে নিত্য ক্ষণের কাম
বুঝা নেই- শুনা নেই
তিনবেলা ভাত- কোন
মতে কেটে যাক রাত!
ভাবতে পার গলায় ফাঁস-
যে কোন সময় হবে আস-
এ যে ঘরবন্দী মুরগির ফার্ম।
০৪ ভাদ্র ১৪২৮, ১৯ আগস্ট ২১
স্বতন্ত্র ঘরানার লিখা উপহারে আপনার জুড়ি খুব পাওয়া যায়।
শুভকামনা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার।
জি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
খুব সুন্দর লিখেছেন, দাদা। শুভকামনা থাকলো।
জি কবি নিতাই দা
অশেষ ধন্যবাদ জানাই
নিপুণ নির্মাণ I
মহী দা অশেষ ধন্যবাদ জানাই