চোখের বাহিরে নয়-
বুকেতে নীল জোছনাময়!
জরে থাকা সাদা রঙের কথন ভুলে যাই;
ভুলে যাই আপন নীল সত্তার কথাও!
শুধু অন্যের গলা চেপে
ধরাটাই চারিত্রিক স্বভাবে দাঁড়িয়েছি।
অথচ পায়ের নিচে মাটি
কিংবা অনল খড় বর করছে একেবারে
বুঝি না- দেখি না অন্ধ রাত-
ঘুম পারানোর আধারটুকু ভাবি না আসলে
এটাই তো দুনিয়াদারির স্বভাব-
তাও বিশ্বাসটুকু বাতাসে ঘরপাক খাচ্ছে-
চোখের বাহিরে নয়-
আপন দিলদরিয়ায়- অতঃপর সুঘ্রাণের
উড়ন্ত নাই স্বভাব।
০৭ ভাদ্র ১৪২৮, ২২আগস্ট ২১
কবিতার প্রচ্ছদের সাথে বর্ণনার ভাব এবং বোধনের যথেষ্ঠ মিল খুঁজে পেলাম।
একরাশ শুভকামনা প্রিয় বাউল কবি মি. আলমগীর সরকার লিটন।
জি মুরুব্বী দা সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
ভীষণ ভালো লেগেছে। সুখপাঠ্য I
জি মহী দা সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——