বালুচর

imagesড়ড়ড়ড়ড়ড়ড়

নিঃশ্বাসের সাথে দেহের প্রেম রহ রহ!
চলছে দেখো মাঠে ঘাটে হাঁট বাজারে
রাগ অনুরাগে আকাশ বেজায় কালো;
চারিধারে ঘোর বর্ষায়, নয়ণ ভেজে আইল
হেঁটে হেঁটে চলে যাই! সাদা মেঘে কাল।
তবুও তরুলতা পশু পাখি কথা কয়-
পৃথিবীর মাটি সনে অথচ সোনালি মাঠ
হেসে উঠে বৈকালি ধূলিমাখা সন্ধ্যায়
চাঁদটা বুকের মধ্যে উকিছুকি পূর্ণিমার রাত
আহত নোনা ঘ্রাণ ভিজাই ভোর দুপুর!
অতঃপর এখন প্রেম শুকিয়ে বালুচর প্রায়।

১৪ আশ্বিন ১৪২৮, ২৯ সেপ্টেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “বালুচর

  1. চাঁদটা বুকের মধ্যে উকিছুকি পূর্ণিমার রাত
    আহত নোনা ঘ্রাণ ভিজাই ভোর দুপুর!
    অতঃপর এখন প্রেম শুকিয়ে বালুচর প্রায়। _ চমৎকার উপমা প্রিয় বাউল কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বী দা
      মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

    1. জি কবি মহী দা
      মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———

  2. জি কবি মহী দা
    অশেষ ধন্যবাদ জানাই
    ভাল ও সুস্থ থাকবেন———

মন্তব্য প্রধান বন্ধ আছে।