নিঃশ্বাসের সাথে দেহের প্রেম রহ রহ!
চলছে দেখো মাঠে ঘাটে হাঁট বাজারে
রাগ অনুরাগে আকাশ বেজায় কালো;
চারিধারে ঘোর বর্ষায়, নয়ণ ভেজে আইল
হেঁটে হেঁটে চলে যাই! সাদা মেঘে কাল।
তবুও তরুলতা পশু পাখি কথা কয়-
পৃথিবীর মাটি সনে অথচ সোনালি মাঠ
হেসে উঠে বৈকালি ধূলিমাখা সন্ধ্যায়
চাঁদটা বুকের মধ্যে উকিছুকি পূর্ণিমার রাত
আহত নোনা ঘ্রাণ ভিজাই ভোর দুপুর!
অতঃপর এখন প্রেম শুকিয়ে বালুচর প্রায়।
১৪ আশ্বিন ১৪২৮, ২৯ সেপ্টেম্বর ২১
চাঁদটা বুকের মধ্যে উকিছুকি পূর্ণিমার রাত
আহত নোনা ঘ্রাণ ভিজাই ভোর দুপুর!
অতঃপর এখন প্রেম শুকিয়ে বালুচর প্রায়। _ চমৎকার উপমা প্রিয় বাউল কবি।
জি কবি মুরুব্বী দা
মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
লিখনীতে প্রস্ফুটিত হয়েছে মনোভাবের অপার সৌন্দর্য।
জি কবি মহী দা
মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———
জি কবি মহী দা
অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———