পাপ হয়নি

Untitl

নদীর উপর দিয়ে রোজ হেঁটে গেছি
অগোচরে কখনো এ্যাপেল ভাবিনি-
কমলালেবু তো দূরের কথা; খানিকটা
চিরতা ভেবেছি- কিছুটা সময় ধরে,
তবে মগডালে চরার খুব ইচ্ছা ছিল
কিন্তু পা পিছলে গেছি- কত শত বার
আইকাওয়ালা কঞ্চিবাঁশ দাঁড় করেছি অথচ
হাফ ইঞ্চি এগুতে পারিনি, কারণ অধৈর্য
তবুও জানি দুষ্টুমির পলকে পাপ হয়নি।

০১ কার্তিক ১৪২৮, ১৭অক্টোবর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “পাপ হয়নি

  1. অধৈর্য … তবুও জানি দুষ্টুমির পলকে পাপ হয়নি। ___ অসাধারণ উপমায় প্রিয় কবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি মুরুব্বী দা
      সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——

মন্তব্য প্রধান বন্ধ আছে।