নদীর উপর দিয়ে রোজ হেঁটে গেছি
অগোচরে কখনো এ্যাপেল ভাবিনি-
কমলালেবু তো দূরের কথা; খানিকটা
চিরতা ভেবেছি- কিছুটা সময় ধরে,
তবে মগডালে চরার খুব ইচ্ছা ছিল
কিন্তু পা পিছলে গেছি- কত শত বার
আইকাওয়ালা কঞ্চিবাঁশ দাঁড় করেছি অথচ
হাফ ইঞ্চি এগুতে পারিনি, কারণ অধৈর্য
তবুও জানি দুষ্টুমির পলকে পাপ হয়নি।
০১ কার্তিক ১৪২৮, ১৭অক্টোবর ২১
অধৈর্য … তবুও জানি দুষ্টুমির পলকে পাপ হয়নি। ___ অসাধারণ উপমায় প্রিয় কবি।
জি কবি মুরুব্বী দা
সুন্দর মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——
সুন্দর লেখা !
জি মহী দা
অশেষ ধন্যবাদ জানাই