কামনা

pngtree

চিৎকার করে বলতে ইচ্ছা হয়
ও তারা তোকে শুধু ছুঁই- ছুঁই-
অথচ এতোটাই নিঠুর মাটি
বুঝলো না মন, বাসনা-
ভাবনাতে হিংস্র নয়- তবু তোমার
স্বার্থে আমাকে আমাকে পুড়াও;
সুনিশ্চিত কলস ভরে জল দেব-
সমস্ত তৃষ্ণায় গলা ভেজে যাবে
শুধু অক্ষম বল না! স্বার্থের শৃঙ্খলে
আলো চাই চাঁদ আলো এটাই কামনা।

২১ কার্তিক ১৪২৮, ০৬ নভেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “কামনা

  1. স্বার্থের শৃঙ্খলে আলো চাই চাঁদ আলো এটাই কামনা। এটাই আমাদের পূর্ণচাওয়া। অনেক অনেক ভালো থাকুন প্রিয় বাউল কবি আলমগীর সরকার লিটন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি মুরুব্বী দা মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জনাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

    1. জি মহী দা মন্তব্য করার জন্য অশেষ ধন্যবাদ জনাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।