ছবি

00x445

রূপালি কবির বহু কবিতা পড়ে পড়ে
নিজেকে মনে হয় আমি কোন এক
ধূলি উড়া ধূলির বিন্দু বিন্দু প্রজাপতির ডানা;
তিল তিল করে বুড়র দিকে যাচ্ছি!
অথচ সংসার ধর্ম আমাকে তাই বলছে
এ সবে খুব সংশয়, আরাধনার আরাধনা
তার চেয়ে নীরবে মরে যাওয়াই ভাল-
কোন কবিতার হাত, মুখ, চোখ, ঠোঁট
এমন কি দেহ অভিশাপ দিবে না;
রূপালি কবির বহু কবিতা পড়ে পড়ে ভাবি
সত্যই আমি এ জগতের অভিশপ্ত ছবি!
একদিন ছবির মরীচিকাসহ বিলীন হবে সব ছবি।

০২ অগ্রহায়ণ ১৪২৮, ১৭ নভেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “ছবি

  1. রূপালি কবির বহু কবিতা পড়ে পড়ে ভাবি
    সত্যই আমি এ জগতের অভিশপ্ত ছবি!
    একদিন ছবির মরীচিকাসহ বিলীন হবে সব ছবি। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই ভাল থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।