ভেজাল

images৭৮৭৭৮

ভাবনার বেড়া জালে
ঠোঁট হাসে সত্যের!
অথচ বুকে হাত-
ভয়ে কাপে দুনিয়া;
হুমকি ধুমকি দৃশ্যপট
তবু ঠোঁট বেঁকে যায়
সত্য বলার কষ্টে-
বাকরুদ্ধ বোবা হয়ে যাই;
সময়ের অলিতে গলিতে
সত্যের ভেজাল পাই!
আর কতদিন এভাবে থাকবে
দেহের বৃন্দাবনে ভেজাল।

আবৃত্তির লিংক: https://youtu.be/Tuyam-sBhs0

০৮ পৌষ ১৪২৮, ২৩ ডিসেম্বর ২১

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

2 thoughts on “ভেজাল

  1. আবারও প্রাণকাড়া মুগ্ধতা। অশেষ শুভ কামনা প্রিয় বাউল কবি মি. সরকার। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

মন্তব্য প্রধান বন্ধ আছে।