ভাবনার বেড়া জালে
ঠোঁট হাসে সত্যের!
অথচ বুকে হাত-
ভয়ে কাপে দুনিয়া;
হুমকি ধুমকি দৃশ্যপট
তবু ঠোঁট বেঁকে যায়
সত্য বলার কষ্টে-
বাকরুদ্ধ বোবা হয়ে যাই;
সময়ের অলিতে গলিতে
সত্যের ভেজাল পাই!
আর কতদিন এভাবে থাকবে
দেহের বৃন্দাবনে ভেজাল।
আবৃত্তির লিংক: https://youtu.be/Tuyam-sBhs0
০৮ পৌষ ১৪২৮, ২৩ ডিসেম্বর ২১
আবারও প্রাণকাড়া মুগ্ধতা। অশেষ শুভ কামনা প্রিয় বাউল কবি মি. সরকার।
অপূর্ব শব্দ চয়ন ,