ঘাসফড়িংর খেলা

images-০৯৮৭৬

স্বাধীনতা আছে বলেই
খাদ্য দ্রব্যের যত সব বাহাদুরি!
স্বাধীনতা আছে বলেই-
কবিতার রূপ সাজসজ্জার খেলা
স্বাধীনতা আছে বলেই
সাজের বেলা রংধনুকের মেলা
মেঘহীন বৃষ্টির আর্তনাদ;
স্বাধীনতা আছে বলেই-
ঘর উজ্জ্বল আলোর রূপালি বাতি
মুখোশের আড়ালে বিদ্বেষী!
স্বাধীনতা তোমাকে লাল স্যালুট জানাই
রক্তাক্ত বর্ণমালা অম্লান করে
স্বাধীনতা তুমি আছো-স্বাধীনতা আছো
মাটির প্রতিটি ঘাসফড়িংর খেলায়।

১০চৈত্র ১৪২৮, ২৪ মার্চ ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “ঘাসফড়িংর খেলা

  1. স্বাধীনতা তোমাকে লাল স্যালুট জানাই
    রক্তাক্ত বর্ণমালা অম্লান করে …
    স্বাধীনতা তুমি আছো- স্বাধীনতা আছো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. জি কবি মুরুব্বী দা
      স্বাধীনতার লাল গোলাপের শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন———-

    1. জি কবি মহী দা
      স্বাধীনতার লাল গোলাপের শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন———-

  2. সুন্দর উপলব্ধির ব্যক্ততা কবি দা!

    আন্তরিক শুভেচ্ছা ও শুভ কামনা জানবেন সতত!https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_rose.gif

    1. জি কবি লিটন দা
      স্বাধীনতার লাল গোলাপের শুভেচ্ছা রইল
      ভাল ও সুস্থ থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।