সুখের হাঁক

4ff0c4d8ec65655808bb8c1ce8c62393

এখনকার জীবন যাত্রা
কবিতার মধ্যে দিয়েই যাচ্ছে-
দুঃখ কষ্ট শুধু ছন্দের
সাথে তালহীন স্বপ্নের মিছিল;
ভাবনার রাত ফুরালেই
দিনের সূর্য প্রণয়ের ঘষা ঘাম!

যেনো জীবনের বার
মাস- এমনি করে ডাক দেয়-
এক সুখের হাঁক অথচ
সুখের ঠিকানা মাটির দুলা ঘাস
কে বা বুঝে, কি বা দেখি?
মিছিলের অভিনয়ে সাড়ে সর্বনাশ।

১৪চৈত্র ১৪২৮, ২৮ মার্চ ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

9 thoughts on “সুখের হাঁক

  1. এমনি করে ডাক দেয়-
    এক সুখের হাঁক অথচ সুখের ঠিকানা মাটির দুলা ঘাস
    কে বা বুঝে, কি বা দেখি? মিছিলের অভিনয়ে সাড়ে সর্বনাশ। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বী দা
      সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

    1. জি কবি দাউদুল দা
      কাব্যপাঠে সুন্দর লাগার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

  2. অনেক সুন্দর লিখেছেন কবি দা!

    মুগ্ধতা রইল অশেষ।

    1. জি কবি লিটন দা
      কাব্যপাঠে মুগ্ধতা লাগার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

      1. জি কবি নিতাই দা কেমন আছেন অনেক দিন পর

        ভাল ও সুস্থ থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।