প্রেমময় কাব্যের সাথে
বাস্তবতার মিল নাই!
পছন্দ অপছন্দের কোন
সংজ্ঞার সুন্দর নাই;
তবু চোখের ভাষায় পুড়ে যাচ্ছে
ইটভাটার মাটি-
সেখানে প্রেমের কথা চলে না
শুধু অনল চাই- অনল
পোড়ে ছাই হই!
এই সব চিন্তা ভাবনার ঘ্রাণ
রঙধনু বৈকাল কিংবা
বিরহের চাঁদ পোহা রাত;
অথচ পথের মধ্যে
এই একা একাই আছি, কারণ
আমি তো পেটের ভিতর
শিশু জন্মানো একটা কফিন।
২৩চৈত্র ১৪২৮, ০৬এপ্রিল ২২
পথের মধ্যে এই একা একাই আছি, কারণ
আমি তো পেটের ভিতর
শিশু জন্মানো একটা কফিন।
জি কবি মুরুব্বী দা
পাঠে প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-
ভালো লিখেছেন, কবি লিটন দাদা।
জি কবি নিতাই দা
পাঠে প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন——-