একটা কফিন

image

প্রেমময় কাব্যের সাথে
বাস্তবতার মিল নাই!
পছন্দ অপছন্দের কোন
সংজ্ঞার সুন্দর নাই;
তবু চোখের ভাষায় পুড়ে যাচ্ছে
ইটভাটার মাটি-
সেখানে প্রেমের কথা চলে না
শুধু অনল চাই- অনল
পোড়ে ছাই হই!
এই সব চিন্তা ভাবনার ঘ্রাণ
রঙধনু বৈকাল কিংবা
বিরহের চাঁদ পোহা রাত;
অথচ পথের মধ্যে
এই একা একাই আছি, কারণ
আমি তো পেটের ভিতর
শিশু জন্মানো একটা কফিন।

২৩চৈত্র ১৪২৮, ০৬এপ্রিল ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

4 thoughts on “একটা কফিন

  1. পথের মধ্যে এই একা একাই আছি, কারণ
    আমি তো পেটের ভিতর
    শিশু জন্মানো একটা কফিন। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বী দা
      পাঠে প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

    1. জি কবি নিতাই দা
      পাঠে প্রেরণা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন——-

মন্তব্য প্রধান বন্ধ আছে।