ক্যামেরা

IMG_2

আজ কাল যদি লবণ মিষ্টি হয়
কেন হবে না কাদামাটির ঝাল;
কাল ভাসে মধু যদি চিনি হয়-
কেনো ভাই- গুড় মধু নয়!
গোপনে মন্ত্র কে যদি যাদু কয়
কেনো মুখের ফুঁ- মন্ত্র নয়;

হাট বাজারে জলে যদি চা হয়-
লাল জলে কেনো পানি নয়
মাঠের ধান যদি চাল হয়-
সেই ধান কেনো খই ভাজা যায়;

ধর যদি চোখ থাকে মাথায়
সেই চোখ কেনো ক্যামেরা নয়
জগতের ভাল মন্দের অনুভব দেখো
তবেই স্বার্থক হবে ক্যামেরায়।

০৩ বৈশাখ ১৪২৯, ১৬এপ্রিল ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

8 thoughts on “ক্যামেরা

  1. জগতের ভাল মন্দের অনুভব দেখো … তবেই স্বার্থক হবে ক্যামেরায়। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বী দা
      পাঠে সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

  2. দারুণ লিখেছেন, বাউল কবি লিটন দাদা। শুভকামনা থাকলো। 

    1. জি কবি নিতাই দা
      পাঠে দারুণ লাগার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

  3.  

    আমার জীবনের একটা সখ! আর সেটা হলো একটা ক্যামেরা! জানি না সখটা পূরণ হবে কি না!

    1. দোয়া করি সখটা তারাতারি পূর্ণ হোক কবি নিতাই দা

    1. অশেষ ধন্যবাদ জানাই কবি মহী দা ভাল ও সুস্থ থাকবেন

মন্তব্য প্রধান বন্ধ আছে।