খাই খাই

1609065304_5fe8635893557_2

আজকাল কবিতার গায়ে রঙতুলির
আঁচড়ে ছবি আঁকছে বেশ- সময়ের
পিটে ভাবতে অবাক- ঈশ্বর বুঝি নাই
আপনা ক্ষমতাকেই প্রভু ভাবছে বেশ
আর সময় গড়ে-গড়ে যাচ্ছে কোন দিকে;

ধর্ম মানবতার মাথায় জানি মগজ নাই
কি করে থাকবে পৃথিবী এখন অসহায়-
শুধু ক্ষমতা লোভের কাছে খাই- খাই!
অতঃপর এখনো সময় আছে-ক্রোধ নয়
পৃথিবীর কবিতা ঈশ্বর চিনুক, ঈশ্বর মানুক।

১২বৈশাখ ১৪২৯, ২৫এপ্রিল ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “খাই খাই

  1. চমৎকার সুপ্রকাশ। অপরিসীম মুগ্ধতা। শুভকামনা সতত।

    1. জি কবি মহী দা
      চমৎকার লাগার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও ‍সুস্থ থাকবেন———–

  2. এখনো সময় আছে-ক্রোধ নয় …
    পৃথিবীর কবিতা ঈশ্বর চিনুক, ঈশ্বর মানুক। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

    1. জি কবি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও ‍সুস্থ থাকবেন———–

  3. সুন্দর একটা কবিতা পড়লাম। কবি লিটন দাদার জন্য শুভকামনা থাকলো। 

    1. জি কবি নিতাই দা
      সুন্দর বলার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও ‍সুস্থ থাকবেন———–

মন্তব্য প্রধান বন্ধ আছে।