মনের ছবি

Wha

দু’হাতের যত সব তুলা ছবিগুলো
এতটুকু অন্য হাতে ভরিয়ে দাও!
কোন সময়ে ইতিহাসের মেঘ ভাসবে-
শ্রাবণের বারি ধারা রঙিন ঝরাবে;
মনের জানালায় হাত গুটিয়ে থেকো না

কথোপকথন সংগোপনে চাঁদের সাথে
প্রেমে পরো না- মানসিক রোগে হারাবে
উঠন ভরে সোনালি হাতের গল্প বলে যাও
প্রজন্ম একটু হলও আনন্দ পাবে- তা না
হলে ব্যথায় শূন্যে কাটবে মনের ছবিগুলো।

১৪বৈশাখ ১৪২৯, ২৭এপ্রিল ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

5 thoughts on “মনের ছবি

  1. চমৎকার লিখেছেন প্রিয়।
    শুভ কামনা রইলো সবসময়ের জন্য।

    1. জি কবি মহী দা আগাম ঈদের শুভেচ্ছা রইল
      ঈদ মোবারক
      ভাল ও সুস্থ থাকবেন——–

  2. কোন সময়ে ইতিহাসের মেঘ ভাসবে- শ্রাবণের বারি ধারা রঙিন ঝরাবে; মনের জানালায় হাত গুটিয়ে থেকো না; তা না হলে ব্যথায় শূন্যে কাটবে মনের ছবিগুলো। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_Yes.gif.gif

    1. কবি মুুরুব্বী দা আগাম ঈদের শুভেচ্ছা রইল
      ঈদ মোবারক
      ভাল ও সুস্থ থাকবেন——–

  3. সুন্দর একটা কবিতা পড়লাম কবি দাদা। আপনার লেখা কবিতা বরাবরের মতো ভালো লাগে। 

মন্তব্য প্রধান বন্ধ আছে।