দু’হাতের যত সব তুলা ছবিগুলো
এতটুকু অন্য হাতে ভরিয়ে দাও!
কোন সময়ে ইতিহাসের মেঘ ভাসবে-
শ্রাবণের বারি ধারা রঙিন ঝরাবে;
মনের জানালায় হাত গুটিয়ে থেকো না
কথোপকথন সংগোপনে চাঁদের সাথে
প্রেমে পরো না- মানসিক রোগে হারাবে
উঠন ভরে সোনালি হাতের গল্প বলে যাও
প্রজন্ম একটু হলও আনন্দ পাবে- তা না
হলে ব্যথায় শূন্যে কাটবে মনের ছবিগুলো।
১৪বৈশাখ ১৪২৯, ২৭এপ্রিল ২২
চমৎকার লিখেছেন প্রিয়।
শুভ কামনা রইলো সবসময়ের জন্য।
জি কবি মহী দা আগাম ঈদের শুভেচ্ছা রইল
ঈদ মোবারক
ভাল ও সুস্থ থাকবেন——–
কোন সময়ে ইতিহাসের মেঘ ভাসবে- শ্রাবণের বারি ধারা রঙিন ঝরাবে; মনের জানালায় হাত গুটিয়ে থেকো না; তা না হলে ব্যথায় শূন্যে কাটবে মনের ছবিগুলো।
কবি মুুরুব্বী দা আগাম ঈদের শুভেচ্ছা রইল
ঈদ মোবারক
ভাল ও সুস্থ থাকবেন——–
সুন্দর একটা কবিতা পড়লাম কবি দাদা। আপনার লেখা কবিতা বরাবরের মতো ভালো লাগে।