কান্না চাইলেও হয় না

1598a

একদিন কান্না চাইলেও
বৃষ্টি ভেজা আর হবে না!
মেঘ আকাশে ভাসলেও
সাঁতারে বর্ষার জল হবে না;
কখন একটু একটু সাঁতার
শিখা হামাগুড়ি পুকুর জানল না

তবু অবাক লাগে সোনালি
ক্রিকেট, ফুটবল খেলার মন
অথচ আর কেঁদে কি হবে-
শস্য শ্যামল ভরা মাঠ আর মাঠ
পূর্ণিমা রাত সবই ডুবার জল
কান্না চাইলেও কান্না হয় না।

২৩জ্যৈষ্ঠ ১৪২৯, ০৬ জুন ২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “কান্না চাইলেও হয় না

  1. অসাধারন অনুভূতি প্রকাশ করেছেন কবি

    1. জি কবি মহী দা
      কাব্যপাঠে প্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

    1. জি কবি দ্বীপ দা
      কাব্যপাঠে প্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

  2. কেঁদে কি হবে-
    শস্য শ্যামল ভরা মাঠ আর মাঠ
    পূর্ণিমা রাত সবই ডুবার জল
    কান্না চাইলেও কান্না হয় না। https://www.shobdonir.com/wp-content/plugins/wp-monalisa/icons/wpml_good.gif

     

    1. জি কবি মুরুব্বী দা
      কাব্যপাঠে প্রেরণা দেয়ার জন্য ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।