মৃত্যুর চোখে ধরণির
যত সব স্বার্থপরতার উকুন
কঠিন রোগের থেকেও কঠিন;
অথচ কবরের মাটি একদিন অদৃশ্যের
ছায়া উঠনে জল ভূমি কিংবা
অট্টালিকার ছাদ- তবু পূর্ণিমা
চাঁদের ঝলকানি দিবে না; কারণ
সেতো মৃত চোখ ওপারের খেয়া নেই
শুধু তরি ভাসমান জলের নদ!
অতঃপর ছলাত ছলাত বুক পাঁজরের ঢেউ।
১০শ্রাবণ ১৪২৯, ২৫জুলাই’২২
প্রচ্ছদ এবং কবিতা অসামান্য মানের হয়েছে প্রিয় বাউল কবি।
জি মুরুব্বী দা সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ
ভাল ও সুস্থ থাকবেন———–
অতি সুন্দর কবিতা কবি দা!
শুভ কামনা রইল সতত!
সুন্দর মন্তব্য করেছেন কবি লিটন দা
কৃতজ্ঞতা সহীত অশেষ ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন————–
চমৎকার কথামালা অসাধারণ প্রকাশ।
অশেষ ধন্যবাদ জানাই মহী দা
ভাল ও সুস্থ থাকবেন——–
উকুন গুলো কি বেঁচে আছে না নতুন মানুষ জোগাড় করে ফেলেছে!!
উকুন এর কাজ ত নতুন মানুষের মাথার চিন্তুা তাই করেছে –
সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ জানাই
ভাল ও সুস্থ থাকবেন———–