নাশী

1609065304_5fe8635893557_2

হু গদ্য আর পদ্য
বুঝলাম না চৌদ্দ!
ছন্দের হাত পাও-
শব্দের মুখে খাও;
বিষয়বস্তু ভাবনার
জল- বুকের পারে
খল; তবু ত্রি-রাশি
ছন্দের বাশি-বাজাও
বড় কাশি-এ জগতে
ছন্দেই দুলে নাশী!
গদ্য আর পদ্য- মন
গভীর জলশুকনো পদ্ম।

০৫ ভাদ্র ১৪২৯, ২০ আগস্ট ’২২

আলমগীর সরকার লিটন সম্পর্কে

আলমগীর সরকার লিটন। লেখকের প্রথম কবিতা প্রকাশ হয় ‘দৈনিক যুগান্তর পত্রিকায় ‘ভিজে যাই এই বর্ষায়’ এরপর লেখকের অন্যান্য কবিতা ধারাবাহিকভাবে প্রকাশিত হতে থাকে যেমন- ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা "মেঘফুল", ত্রৈমাসিক পত্রিকা ’পতাকা’, মাসিক ম্যাগাজিন, সংকলন ‘জলছাপ মেঘ’। এছাড়া অনলাইন পত্রিকায় লিখে থাকেন। প্রথম কাব্যগ্রন্থ ’’মেঠোপথের ধূলিকণা’’ প্রকাশিত।

6 thoughts on “নাশী

  1. চমৎকার একটা ছড়া কবিতা পড়লাম। শুভকামনা থাকলো দাদা, কবি লিটন দাদা। 

    1. চমৎকার বলার জন্য ধন্যবাদ জানাই
      কবি নিতাই দা
      ভাল ও সুস্থ থাকবেন———-

    1. জি মুরুব্বী দা অশেষ ধন্যবাদ জানাই
      ভাল ও সুস্থ থাকবেন———-

    1. অসাধারণ বলার জন্য ধন্যবাদ জানাই
      কবি মহী দা
      ভাল ও সুস্থ থাকবেন———-

মন্তব্য প্রধান বন্ধ আছে।